গোলাপের পাপড়ি গুড়া (Rose Petal Powder) ত্বকের কোমলতা বাড়াতে– রাতে ঘুমাতে যাওয়ার আগে ২ কাপ পানিতে এক টেবিল চামচ গোলাপ ফুলের গুড়া ভিজিয়ে রাখুন। ঘুম থেকে উঠে এই পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ত্বকের উজ্জ্বলতা ও কোমলতা বাড়বে।– ২ টেবিল চামচ মধু, ২ টেবিল চামচ দুধের সাথে গোলাপের গুড়া মিশিয়ে পেস্ট তৈরি করে রাতে ঘুমানোর পূর্বে মুখে লাগান এবং শুকানোর পর ধুয়ে ফেলুন।ময়েশ্চারাইজার হিসেবে– ২ টেবিল চামচ অলিভ অয়েল ও ১ চা চামচ গোলাপের গুড়া ভেজানো রস মিশিয়ে মুখে লাগান।এটি ত্বকে ময়েশ্চারাইজার এর কাজ করবে।ব্রণ দূর করতে– ব্রণের সমস্যা দূর করতে সাহায্য করে গোলাপের পাপড়ি। পরিমানমতো গোলাপের পাপড়ি গুড়া পানিতে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। ব্রণের স্থানগুলোতে গোলাপের পাপড়ির পেস্ট লাগাতে পারেন।– গোলাপের পাপড়ির সাথে কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে ব্রণের স্থানটিতে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ব্রণের সমস্যা দূর করতে বেশ সহায়ক ভূমিকা পালন করবে।– নিম গুড়া ও মুলতানি মাটির সাথে গোলাপের গুড়া ও পানি মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। সপ্তাহে ২-৩ বার এটি ব্যবহার করতে পারেন।ডার্ক সার্কেল দূর করতে– চোখের নিচের কালি দূর করতে ও গোলাপের পাপড়ির ভূমিকা বেশ কার্যকরী। একটি পাত্রে কিছু সময় ধরে গোলাপ গুড়া ভিজিয়ে রাখুন তারপর তুলা দিয়ে সেই পানি চোখে লাগিয়ে ১৫ মিনিট চোখ বন্ধ করে রাখুন। এটি নিয়মিত করতে পারেন ডার্ক সার্কেল দূর করতে।